আন্তর্জাতিক
কুলাউড়ায় আবারও বিএসএফের পুশইন, আটক ১৪ জনকে জিজ্ঞাসাবাদে বিজিবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইচড়া সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে সীমান্ত অতিক্রম করে ১৪ জন বাংলাদেশিকে পুশইন করা হয়।
পুশইন হওয়া সকলকে সীমান্তবর্তী এলাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।”
এর আগে, গত বুধবার (১৪ মে) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু ও পাল্লারতল সীমান্ত দিয়ে একইভাবে ৪৪ জন নারী ও পুরুষকে পুশইন করে বিএসএফ।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে কূটনৈতিকভাবে বিষয়টি আলোচনা করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, এসব পুশইন হওয়া মানুষদের বেশিরভাগই আগে ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন এবং কাগজপত্র না থাকায় তাদের ফেরত পাঠানো হয়েছে।