বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় বিদায়ী নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ম্যাথিয়াস লুটেনবার্গ।
বুধবার (১৪ মে) রাতে গুলশানের বাসায় এ নৈশভোজ আয়োজন করেন বিএনপির আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য ড. মঈন খান।
নৈশভোজে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও দক্ষিণ কুরিয়ার রাষ্ট্রদুত পার্ক ইয়ং-সিকসহ ১২টি দেশের রাষ্ট্রদূত।
পুলিশের লাঠিচার্জে জবির ৩০ শিক্ষার্থী আহত, ঢামেকে ভর্তি
তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। এর প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ের সামনে বসে পড়েছেন। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে এলে শিক্ষক শিক্ষার্থীদের এই লং মার্চে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা অভিমুখে রওনা হয়। পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেটে বাধার সম্মুখীন হয়। পরে মৎস্য ভবনে ফের পুলিশের বাধা […]
নৈশভোজে আব্দুল মঈন খানের পরিবার সবাইকে স্বাগত জানান।
এসময় দেশের সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।