অপরাধ
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মো. মিয়াজুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।
নিহত মিয়াজুল হোসেন নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের বাসিন্দা। তিনি চান্দের বাড়ি গোষ্ঠীর পক্ষের লোক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামের চান্দের বাড়ি ও ছলিম বাড়ি গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই উত্তেজনার সূত্রপাত ঘটে সোমবার রাতে মাদক সেবনকে কেন্দ্র করে। এরপর মঙ্গলবার ফের দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ, এতে বেশ কয়েকজন আহত হন এবং বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
এই ধারাবাহিক উত্তেজনার জেরে বুধবার (১৪ মে) দুপুর দুইটার দিকে দুই পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ শুরু হয়, যা থেমে থেমে বিকেল পর্যন্ত চলে। বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মিয়াজুল হোসেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।