শিক্ষা
ইসলামে আজীবন জ্ঞানচর্চার গুরুত্ব: মৃত্যু পর্যন্ত ইলম অর্জনের নির্দেশ

ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যেখানে জ্ঞানার্জনকে ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে। কোরআনের প্রথম বাণী ‘পড়ো’ (সুরা : আলাক, আয়াত : ১) দিয়েই শুরু হয়েছে ওহি। এতে বোঝা যায়, জ্ঞানচর্চা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ।
পবিত্র কোরআনে বলা হয়েছে—
“তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বহু গুণে বৃদ্ধি করবেন।”
(সুরা : মুজাদালা, আয়াত : ১১)
হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন—
“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”
(সহিহ বুখারি, হাদিস : ৫০২৭)
আরো এক হাদিসে এসেছে—
“যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন।”
(সহিহ মুসলিম, হাদিস : ২৬৯৯)
☪️ জ্ঞানচর্চার উদ্দেশ্য হতে হবে খাঁটি
দ্বিনি ইলমের ফজিলত তখনই মিলবে, যখন তা হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসুলুল্লাহ (সা.) কঠোরভাবে সতর্ক করে বলেন—
“যে ব্যক্তি দুনিয়াবি স্বার্থে এমন ইলম শিখল, যা আল্লাহর জন্য শেখা উচিত ছিল, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না।”
(আবু দাউদ : হাদিস : ৩৬৬৪)
📖 জীবনের শেষদিন পর্যন্ত জ্ঞানচর্চা জরুরি
আল্লাহ তাআলা বলেন—
“তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো।”
(সুরা : হিজর, আয়াত : ৯৯)
ইবাদতের জন্য সঠিক জ্ঞান থাকা অপরিহার্য। এজন্য ইসলাম আমৃত্যু ইলম অর্জনের নির্দেশ দিয়েছে।