আন্তর্জাতিক
ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় এই হামলা চালানো হয়। এতে দুই ইসরায়েলি নারী আহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হুথি বিদ্রোহীরা দেশটির মধ্যাঞ্চলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হলেও এর ফলে দুইজন আহত হন।
আহতের মধ্যে রয়েছেন:
- হোলন শহরে ৪০ বছর বয়সী এক নারী, যিনি বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আহত হন। তাকে ওল্ফসন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
- রামাত গানে ৬৫ বছর বয়সী অপর নারী আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মাথায় আঘাত পান। তাকে ভর্তি করা হয়েছে ইচিলভ মেডিকেল সেন্টারে।
হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম এলাকায় সতর্ক সাইরেন বাজানো হয়। একই সঙ্গে নাগরিকদের মোবাইলে প্রাথমিক সতর্কবার্তা পাঠানো হয়, যাতে তারা নিরাপদ স্থানে যেতে পারেন।
ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই হামলার কয়েক ঘণ্টা পর ইয়েমেন থেকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তবে এটি ইসরায়েল থেকে অনেক দূরে পড়ে যায় এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফলে দ্বিতীয়বার সাইরেন বাজানো হয়নি।
সূত্র আরও জানায়, সোমবারও হুথিদের পক্ষ থেকে একটি মিসাইল নিক্ষেপ করা হয়েছিল, যা লক্ষ্যভ্রষ্ট হয়। উল্লেখ্য, এক সপ্তাহ আগে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েল হুথি নিয়ন্ত্রিত অবকাঠামোয় টানা দুই দিন বিমান হামলা চালায়। এর পর থেকেই উত্তেজনা বৃদ্ধি পায় এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ইসরায়েলগামী ফ্লাইট স্থগিত করে।