Connect with us

বাংলাদেশ

বিজেপি চেয়ারম্যানের স্ত্রী শেখ শাইরা শারমিনের বিদেশযাত্রায় বাধা

Published

on

আন্দালিব রহমান পার্থ ও তার স্ত্রী শেখ শাইরা শারমিন।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনের বিদেশযাত্রায় বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে ব্যাংকক যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শেখ শাইরা শারমিন। চেক-ইন সম্পন্ন করলেও ইমিগ্রেশন থেকে তাকে আটকে দেওয়া হয়।

সূত্রমতে, শেখ পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। এই ক্লিয়ারেন্স না থাকায় তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

এ বিষয়ে বিব্রত প্রকাশ করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গণমাধ্যমকে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি দু-এক দিনের মধ্যে কীভাবে সুরাহা হয় দেখব।’

উল্লেখ্য, শেখ শাইরা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বড় বোন।

সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগের পর নিরাপত্তা সংক্রান্ত বিষয় আরও কঠোর করা হয়েছে। ফলে শেখ পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় এসবি ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা হয়েছে।

এ নিয়ে পার্থ বলেন, ‘শেখ পরিবারের সবাই এক না। তিনি আমার স্ত্রী এবং সর্বদা আমার সঙ্গেই ছিলেন। উনি একজন হাউসওয়াইফ।’

Share

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনের বিদেশযাত্রায় বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে ব্যাংকক যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শেখ শাইরা শারমিন। চেক-ইন সম্পন্ন করলেও ইমিগ্রেশন থেকে তাকে আটকে দেওয়া হয়।

সূত্রমতে, শেখ পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। এই ক্লিয়ারেন্স না থাকায় তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

এ বিষয়ে বিব্রত প্রকাশ করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গণমাধ্যমকে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি দু-এক দিনের মধ্যে কীভাবে সুরাহা হয় দেখব।’

উল্লেখ্য, শেখ শাইরা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বড় বোন।

সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগের পর নিরাপত্তা সংক্রান্ত বিষয় আরও কঠোর করা হয়েছে। ফলে শেখ পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় এসবি ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা হয়েছে।

এ নিয়ে পার্থ বলেন, ‘শেখ পরিবারের সবাই এক না। তিনি আমার স্ত্রী এবং সর্বদা আমার সঙ্গেই ছিলেন। উনি একজন হাউসওয়াইফ।’

Share