অপরাধ
শান্ত-মারিয়াম ও নর্দার্ন ইউনিভার্সিটির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি এবং নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে দুদকের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি লঙ্ঘন করে ৩৪৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৪৯৯ টাকা শান্তা-মারিয়ম ফাউন্ডেশনে স্থানান্তর ও প্রতিষ্ঠালগ্ন থেকে ১০২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে।
এছাড়া, একই দিনে নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগেও অনুসন্ধান চলছে।
দুদক মহাপরিচালক বলেন, “শুধু অভিযোগের ভিত্তিতেই এসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে যদি আরও অভিযোগ পাওয়া যায়, সেগুলোও খতিয়ে দেখা হবে।”
এ বিষয়ে নর্দার্ন ইউনিভার্সিটির ভিসি ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করতে দুদকের এমন পদক্ষেপকে সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকরা স্বাগত জানিয়েছেন।