আন্তর্জাতিক
আদমপুর বিমানঘাঁটি পরিদর্শনে মোদি, পাকিস্তানের হামলার দাবির জবাব

গত সপ্তাহে পাক-ভারত উত্তেজনার মধ্যে ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান। সেই ঘটনার পর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে পরিদর্শনে গেলেন ওই বিমানঘাঁটিতে।
মঙ্গলবার (১৩ মে) সকালে ভারতের পাঞ্জাব প্রদেশের আদমপুর বিমানঘাঁটিতে যান মোদি। সেখানে তিনি ভারতীয় বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেন এবং চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।
পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, “আজ সকালে আমি এএফএস আদমপুর পরিদর্শন করেছি এবং আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি। যারা সাহস, দৃঢ়প্রতিজ্ঞ ও ভয়হীনতার প্রতীক — তাদের সঙ্গে থাকা ছিল এক বিশেষ অভিজ্ঞতা।”
মোদি আরও বলেন, “সশস্ত্র বাহিনী সবসময় দেশের জন্য যা করে, তার জন্য ভারত সর্বদা কৃতজ্ঞ।”
প্রসঙ্গত, গত সপ্তাহে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছিল, তারা ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে এবং অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে এই দাবি পুরোপুরি অস্বীকার করা হয়।
ভারতীয় সেনাবাহিনীর ভাষ্য, পাকিস্তান হামলার চেষ্টা করেছিল, তবে সেটি সফল হয়নি এবং তারা সেই আক্রমণ ভণ্ডুল করে দিয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী মোদির এই আকস্মিক সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।