Connect with us

বাংলাদেশ

জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি ‘জুলাই ঐক্য’র

Published

on

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে জুলাই ঐক্যের সংবাদ সম্মেলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে জুলাই ঐক্যের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘জুলাই ঐক্য’র অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচারের দায় জাতীয় পার্টিসহ ১৪ দল এড়াতে পারে না। তাই দেশের স্বার্থে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের রাজনীতি নিষিদ্ধ করা এবং নির্বাচন কমিশন থেকে দলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে।”

তিনি আরও বলেন, জনআকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে, যখন আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে।

এ সময় সংগঠনের নেতারা ৩০ কার্য দিবসের মধ্যে ‘জুলাই ঘোষণা পত্র’ প্রকাশের দাবি জানান। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে আওয়ামী লীগের বিচারসংক্রান্ত অগ্রগতি জানতে বৈঠকে বসার সিদ্ধান্তের কথাও জানানো হয়।

‘জুলাই ঐক্য’ নেতারা আরও বলেন,

  • গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনকে ফ্যাসিস্টমুক্ত করা,
  • বিডিআর, শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার নিশ্চিত করা,
  • শেয়ার বাজার কেলেঙ্কারি, হলমার্ক, পদ্মা সেতুসহ সকল দুর্নীতির বিচার সম্পন্ন করা
  • এবং সচিবালয়ের ভেতরে থাকা ফ্যাসিস্টের দোসরদের আইনের আওতায় আনার দাবি তোলা হয়।

এছাড়া, এসব দাবি পূরণে অবহেলা করা হলে প্রয়োজন হলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দেন ‘জুলাই ঐক্য’র নেতারা।

Share

জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘জুলাই ঐক্য’র অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচারের দায় জাতীয় পার্টিসহ ১৪ দল এড়াতে পারে না। তাই দেশের স্বার্থে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের রাজনীতি নিষিদ্ধ করা এবং নির্বাচন কমিশন থেকে দলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে।”

তিনি আরও বলেন, জনআকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে, যখন আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে।

এ সময় সংগঠনের নেতারা ৩০ কার্য দিবসের মধ্যে ‘জুলাই ঘোষণা পত্র’ প্রকাশের দাবি জানান। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে আওয়ামী লীগের বিচারসংক্রান্ত অগ্রগতি জানতে বৈঠকে বসার সিদ্ধান্তের কথাও জানানো হয়।

‘জুলাই ঐক্য’ নেতারা আরও বলেন,

এছাড়া, এসব দাবি পূরণে অবহেলা করা হলে প্রয়োজন হলে পুনরায় রাজপথে নামার হুঁশিয়ারি দেন ‘জুলাই ঐক্য’র নেতারা।

Share