অপরাধ
ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে , সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

রাজধানীর হাতিরপুলের মোতালেব প্লাজা শপিং সেন্টারে মোবাইলের এয়ারফোন কেনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী এবং দোকান কর্মচারীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে তিন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে একদল ঢাবি শিক্ষার্থী তাদের ঘিরে ধরে। তখন তাদের ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করা হয় এবং হামলারও চেষ্টা করা হয়।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন অনলাইন নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক আবদুর রহমান, আমান উল্যাহ আলভী ও মাল্টিমিডিয়া রিপোর্টার আজবার রাজ।
জানা যায়, এ ঘটনার নেতৃত্ব দেন ঢাবির প্রাণীবিদ্যা বিভাগের ২০১৭-১৮ সেশনের জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী পঙ্কজ চৌধুরী রাতুল। এর আগে ২০২১ সালে টিএসসিতে গাঁজা সেবনের সময় তিনজনসহ রাতুলকে প্রক্টরিয়াল টিম আটক করে থানায় সোপর্দ করেছিল।
এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।