Connect with us

আন্তর্জাতিক

ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক

Published

on

ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে অতিরঞ্জিত খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এ যুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এবার ভুয়া তথ্য ছড়িয়ে স্বীকারোক্তি দিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক সাংবাদিক।

সোমবার (১২ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শীর্ষ দৈনিক ‘দ্য হিন্দু’ পত্রিকার পররাষ্ট্র সম্পাদক স্ট্যানলি জনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য শেয়ার করার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। গতকাল (১১ মে) এক্সে একটি ভিডিও রিটুইট করার পর জনি জানতে পারেন, ভিডিওটিতে দাবি করা হচ্ছিল—ভারতীয় নৌবাহিনী করাচি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে পরে তা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়।

ভারতীয় এ সাংবাদিক পোস্টে লিখেন, সব জায়গাতেই প্রচার-প্রপাগান্ডার ঘনকুয়াশা। আমি সর্বোচ্চ যত্ন নিয়ে তথ্যভিত্তিক টুইট করতে চেষ্ট করি, ষড়যন্ত্র তত্ত্বে পড়তে চাই না। কিন্তু কখনো রিটুইট করলে ধরে নিই অন্য প্ল্যাটফর্মের খবরই ‘সত্য’।

ভিডিও ভুয়া বলে নিশ্চিত হওয়ার পর তিনি বলেছেন, এটি ছিল সম্পূর্ণ মিথ্যা খবর। আমি আপনাদের একটি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

Share

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে অতিরঞ্জিত খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এ যুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এবার ভুয়া তথ্য ছড়িয়ে স্বীকারোক্তি দিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক সাংবাদিক।

সোমবার (১২ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শীর্ষ দৈনিক ‘দ্য হিন্দু’ পত্রিকার পররাষ্ট্র সম্পাদক স্ট্যানলি জনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য শেয়ার করার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। গতকাল (১১ মে) এক্সে একটি ভিডিও রিটুইট করার পর জনি জানতে পারেন, ভিডিওটিতে দাবি করা হচ্ছিল—ভারতীয় নৌবাহিনী করাচি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে পরে তা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়।

ভারতীয় এ সাংবাদিক পোস্টে লিখেন, সব জায়গাতেই প্রচার-প্রপাগান্ডার ঘনকুয়াশা। আমি সর্বোচ্চ যত্ন নিয়ে তথ্যভিত্তিক টুইট করতে চেষ্ট করি, ষড়যন্ত্র তত্ত্বে পড়তে চাই না। কিন্তু কখনো রিটুইট করলে ধরে নিই অন্য প্ল্যাটফর্মের খবরই ‘সত্য’।

ভিডিও ভুয়া বলে নিশ্চিত হওয়ার পর তিনি বলেছেন, এটি ছিল সম্পূর্ণ মিথ্যা খবর। আমি আপনাদের একটি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

Share