Connect with us

বিনোদন

চিলিতে হতে পারে ‘পাঠান ২’র শুটিং, প্রস্তুত চিত্রনাট্য

Published

on

পাঠান লুকে শাহরুখ। ছবি: সংগৃহীত
পাঠান লুকে শাহরুখ। ছবি: সংগৃহীত

২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে বলিউডে রাজকীয় প্রত্যাবর্তন করেন শাহরুখ খান। তখন থেকেই অনুরাগীদের অপেক্ষা, কবে আসবে ‘পাঠান ২’

অবশেষে জানা গেছে, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই সিক্যুয়েলের কাজ শুরু হয়েছে। চিত্রনাট্য প্রস্তুত। বলিউড হাঙ্গামা জানায়, শুটিং হতে পারে চিলিতে। সম্প্রতি ভারত সফরে এসে ফিল্ম নির্মাতাদের সঙ্গে দেখা করেছেন চিলির প্রেসিডেন্ট

আগামী বছর ‘লাকাদবাগ্গা ৩’র শুটিংয়ের সময়ই ‘পাঠান ২’র কাজ শুরু হতে পারে চিলিতে। প্রথমটির মতোই এটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ

Share

২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে বলিউডে রাজকীয় প্রত্যাবর্তন করেন শাহরুখ খান। তখন থেকেই অনুরাগীদের অপেক্ষা, কবে আসবে ‘পাঠান ২’

অবশেষে জানা গেছে, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই সিক্যুয়েলের কাজ শুরু হয়েছে। চিত্রনাট্য প্রস্তুত। বলিউড হাঙ্গামা জানায়, শুটিং হতে পারে চিলিতে। সম্প্রতি ভারত সফরে এসে ফিল্ম নির্মাতাদের সঙ্গে দেখা করেছেন চিলির প্রেসিডেন্ট

আগামী বছর ‘লাকাদবাগ্গা ৩’র শুটিংয়ের সময়ই ‘পাঠান ২’র কাজ শুরু হতে পারে চিলিতে। প্রথমটির মতোই এটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ

Share