আবহাওয়া
৫ অঞ্চলে নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক:
দেশের পাঁচটি অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রবিবার (১১ মে) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সামগ্রিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।