বাংলাদেশ
শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নারী নেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দুই নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১১ মে) সকালে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ররোয়া মধ্যপাড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী ও বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মোমেনা খাতুন (৫৩) এবং একই ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী শিখা খাতুন (৪০)।
পুলিশ জানায়, সম্প্রতি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে, আজ ভোরে অভিযান চালিয়ে দু’জনকেই নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের নেত্রী হওয়ায় এবং বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।