বিনোদন
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রিল ভিডিও ভাইরাল, মন এখনো বাচ্চাদের মতোই!

বিনোদন ডেস্ক:
টলিউডের ব্যস্ততম এবং জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় বরাবরই শীর্ষে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একদিকে যেমন তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়, অন্যদিকে তার সৌন্দর্য ও কিউটনেসে মুগ্ধ থাকেন অনুরাগীরা।
এবার সামাজিক মাধ্যমে নিজের একটি রিল ভিডিও শেয়ার করে বিশেষ বার্তা দিলেন এই বঙ্গ সুন্দরী। শ্রাবন্তী জানালেন, তার মন এখনো বাচ্চাদের মতোই।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি প্রিন্টেড পোশাক পরে ছোট্ট চুলের লুকে খোলামেলা আনন্দে হাঁটছেন শ্রাবন্তী। তারকা পরিচয় ভুলে হেসে, দৌড়ে — একদম ছেলেমানুষের মতো রিল বানিয়েছেন তিনি।
ভিডিওর ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে বলতে চাই যে আমি খুব খুশি। আমার মনটা এখনো বাচ্চাদের মতোই।’
অভিনেত্রীর এই রিল ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘আমার প্রিটি লেডি’, কেউ আবার ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্টবক্স।
টলিউডের এই জনপ্রিয় নায়িকা বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বিভিন্ন স্টাইলিশ লুক, দেশি-ওয়েস্টার্ন ফ্যাশন থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্ত — সবই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।
ভক্তরা অপেক্ষায় আছেন অভিনেত্রীর পরবর্তী প্রোজেক্ট আর এমন আরো মজার রিল ভিডিওর।