বাংলাদেশ
গোমস্তাপুরে বিদ্যুৎস্পর্শে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু | দৈনিক পরিক্রমা NEWS

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শে মো. শরিফ (৪৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত শরিফ রহনপুর পৌর এলাকার পুরাতন বাজার মহল্লার মৃত হাসান আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে শরিফ গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের দেওপুরা পূর্ব ব্রাক্ষণগ্রাম এলাকার একটি আমবাগানে ঘরের ওয়েল্ডিং কাজ করছিলেন। এক পর্যায়ে তিনি পাশের পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের পিলারে উঠে বিদ্যুৎসংযোগ নিতে গেলে বিদ্যুৎস্পর্শে পিলার থেকে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
আরও জেলা খবর জানতে চোখ রাখুন দৈনিক পরিক্রমা NEWS-এ।