আন্তর্জাতিক
বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় আসছে চীনের জে-১০সি

নিজস্ব প্রতিবেদক:
ভারত-পাকিস্তান সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছে চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান জে-১০সি। ভারতের হামলার পাল্টা জবাবে পাকিস্তান ইতিমধ্যে এই যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে দাবি করা হচ্ছে। আর এবার এই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ।
ডিফেন্স সিকিউরিটি এশিয়ার চলতি বছরের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ চীনের জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ এই আধুনিক প্ল্যাটফর্মের ব্যবহারকারী হতে চলেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) ১৬টি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, যা পুরনো এফ-৭ ইন্টারসেপ্টর যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেন, “আমরা আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। আধুনিক যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার অর্জনের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।”
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার ভারসাম্যে পরিবর্তন আনবে। কারণ প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যে আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের প্রতিযোগিতায় নেমেছে।
চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় জে-১০সি ক্রয় এই সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, পাকিস্তান ২০২২ সালে ২৫টি জে-১০সি সংগ্রহ করে, যা দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক প্রভাব আরও শক্তিশালী করেছে।
বাংলাদেশের এই উদ্যোগ শুধু প্রতিরক্ষাই নয়, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
আরও আপডেট জানতে চোখ রাখুন দৈনিক পরিক্রমা NEWS-এ।