সর্বশেষ
“আ.লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ, দুর্ভোগে রাজধানীবাসী”

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে মিন্টো রোডের প্রবেশ মুখে সমাবেশ শেষে তারা শাহবাগে গিয়ে অবস্থান নেন। নানা স্লোগানে উত্তাল রয়েছে শাহবাগ মোড়।
শুক্রবার রাত ৯টায় সরোজমিনে গিয়ে দেখা যায়, শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যাওয়ার সড়কে ক্রিকেট খেলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আসা কয়েকজন ব্যক্তি।

ক্রিকেট খেলায় অংশ নেওয়া উত্তরা থেকে আসা শাহজালাল রাফি বলেন, ‘তিন তিনটা গণহত্যার বিচারের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার অংশ হিসেবে আমরা ক্রিকেট খেলে এর প্রতিবাদ জানাচ্ছি।’
মিরপুর থেকে আন্দোলনে আসা ইবনে আলাউদ্দিন বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের চালানো গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলনে অংশ নিয়েছি। পাশাপাশি আন্দোলনের ব্যারিকেড হিসেবে আমরা কয়েকজন বন্ধু মিলে ক্রিকেট খেলায় মেতেছি।’
মিরপুর দারুস সালাম থেকে আসা আব্দুল ওহাব বলেন, ‘গণঅভ্যুত্থানের ৯ মাস পার হলেও এখনও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপ দৃশ্যমান করেনি। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগ করেছেন। তাই এসবের প্রতিবাদে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ জড়ো হয়েছি এবং নিজেদের চাঙ্গা রাখতে ক্রিকেট খেলে সময় পার করছি।’