খেলাধুলা
ভারত-পাকিস্তান সংঘাতের জেরে আইপিএলের ভেন্যু পরিবর্তন

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে আইপিএল চলবে বলে জানায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আইপিএল বন্ধ না হলেও পাকিস্তানে চালানো ভারতের অপরাশেন সিঁদুরের প্রভাব টুর্নামেন্টে পড়েছে। যার কারণে একটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
আগামী ১১ মে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ হওয়ার কথা ছিল ধর্মশালায়।
তবে সেই ম্যাচ হিমাচল প্রদেশের স্টেডিয়ামে আর হচ্ছে না। ম্যাচটি আগামী রবিবার আহমেদাবাদে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) সচিব অনিল প্যাটেল। জিসিএয়ের সচিব বলেছেন, ‘হ্যা, মুম্বাই-পাঞ্জাবের ম্যাচ আহমেদাবাদে হবে।
ভারত-পাকিস্তানের চরম উত্তেজনার কারণে ধর্মশালাসহ আশেপাশের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণেই মুম্বাই থেকে ধর্মশালায় আসা সম্ভব ছিল না মুম্বাই ইন্ডিয়ানসের। গতকালই ধর্মশালার উদ্দেশে রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়াদের রওনা দেওয়ার কথা ছিল। বিমানবন্দর বন্ধ হওয়ায় মুম্বাইয়েই থাকতে বাধ্য হয় তারা।
মুম্বই-পাঞ্জাবের ম্যাচ সরে গেলেও আজ ধর্মশালাতেই হবে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাবের ম্যাচ। বিমানবন্দর বন্ধ হওয়ায় ম্যাচ শেষে দুই দলকে সড়ক পথে ভ্রমণ করতে হবে বলে জানা গেছে।