বাংলাদেশ
গণহত্যার বিচার ও আজহারুলের মুক্তির দাবিতে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ছাত্রশিবির।
বুধবার (৭ মে) বিকাল ৪টার দিকে নগরীর টমছমব্রীজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড় মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মহিউদ্দিন রনি, কুমিল্লা জেলা উত্তরের সভাপতি সানাউল্লাহ রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে অন্তবর্তীকালীন সরকার তালবাহানা করছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ এটিএম আজহারুল ইসলামের প্রতি অন্যায় করেছে। তাকে বিনা অপরাধে বছরের পর বছর জেলে আটক রেখেছে। আজ ফ্যাসিস্ট মুক্ত দেশে একজন নিরপরাধ মানুষের মুক্তি দিতে সমস্যা কোথায়? প্রশ্ন তোলেন বক্তারা।
তারা আরো বলেন, আওয়ামী লীগের পতনের পর অনেক রাজবন্দির মুক্তি মিললেও আজহারুল মুক্তি দেওয়া হচ্ছে না।
পাপেট ট্রাইবুনালের দেয়া মিথ্যা ভিত্তিহীন মামলা প্রত্যাহার না করলে ছাত্রশিবির কঠোর আন্দোলনের মাধ্যমে এটিএম আজহারুলকে মুক্ত করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় ডা. উসামাহ রাইয়ান তার বক্তব্যে বলেন, ‘একটি সফল অভ্যুত্থানের নয় মাস পর আমাদের আনন্দ মিছিল করার কথা কিন্তু আমাদের আজও জুলাই গণহত্যার বিচারের দাবিতে মিছিল করতে হচ্ছে। অভ্যুত্থানের নয় মাস পরও ফ্যাসিস্ট রেজিমের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়নি। অভ্যুত্থানের এত মাস পরেও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রথম সভাপতি এটিএম আজহারকে মুক্তি দেওয়া হয়নি।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই দ্রুত এটিএম আজহারকে মুক্তি ও জুলাই গণহত্যার বিচারসহ সকল গণহত্যার বিচার করতে হবে।’