Connect with us

অপরাধ

স্বামী-স্ত্রী মিলে করতেন মাদকের ব্যবসা

Published

on

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। রোববার (৪ মে) রাতে উপজেলার বলিদাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খান (৩০) এবং তার স্ত্রী রত্না বেগম (২৬)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকার মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় একজন পুরুষ ও এক নারীর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

Share

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। রোববার (৪ মে) রাতে উপজেলার বলিদাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খান (৩০) এবং তার স্ত্রী রত্না বেগম (২৬)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকার মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় একজন পুরুষ ও এক নারীর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

Share