অপরাধ
হাসনাতের ওপর হামলার ঘটনায় ৫৪ জন গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে গাজীপুরে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার পর থেকে আজ সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর মহানগর পুলিশ জানিয়েছে, ঘটনার পর রাত থেকে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত হলে আজই তাদের আদালতে চালান দেওয়া হবে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রবিবার সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হলের এলাকায় পৌঁছানোর পর হামলা শিকার হন হাসনাত আব্দুল্লাহ। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে ঢাকায় পৌঁছে দেয়।
রাতে ওই ঘটনার পরই দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ওই ঘটনার খবর প্রকাশ করেন।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।
আরও পড়ুন