Connect with us

অপরাধ

ময়মনসিংহে শাশুড়ি খুনের ঘটনায় জামাই আটক

Published

on

সংগৃহীত ছবি
ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনায় অভিযুক্ত মনির হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই)। শনিবার দিবাগত ভোর রাতে কুমিল্লা সদরের কোটবাড়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৪ মে) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

পিবিআই জানায়, গত ১ মে রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় মনির হোসেন তার স্ত্রী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়।

এক পর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আহত করেন। শাশুড়ি ফজিলা খাতুন বাধা দিলে মনির হাতে থাকা ছুরি দিয়ে তাকেও আঘাত করেন। এ ঘটনায় দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাশুড়ি ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্ত্রী রুমা আক্তার মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে। এরপর থেকে মনির পরিচয় গোপন করে আত্মগোপনে ছিল। 

এ ঘটনায় পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগিতায় মাত্র দুই দিনের মধ্যেই হত্যাকান্ডে জড়িত মনির হোসেনকে কুমিল্লা  থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রবিবার মনিরকে আদালতে সোপর্দ করা হলে তিনি আদালতে নিজেকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

 

Share
ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনায় অভিযুক্ত মনির হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই)। শনিবার দিবাগত ভোর রাতে কুমিল্লা সদরের কোটবাড়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৪ মে) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

পিবিআই জানায়, গত ১ মে রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় মনির হোসেন তার স্ত্রী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়।

এক পর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আহত করেন। শাশুড়ি ফজিলা খাতুন বাধা দিলে মনির হাতে থাকা ছুরি দিয়ে তাকেও আঘাত করেন। এ ঘটনায় দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাশুড়ি ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্ত্রী রুমা আক্তার মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে। এরপর থেকে মনির পরিচয় গোপন করে আত্মগোপনে ছিল। 

এ ঘটনায় পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগিতায় মাত্র দুই দিনের মধ্যেই হত্যাকান্ডে জড়িত মনির হোসেনকে কুমিল্লা  থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রবিবার মনিরকে আদালতে সোপর্দ করা হলে তিনি আদালতে নিজেকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

 

আরও পড়ুন

গাঁজাসহ হত্যা মামলার আসামি যুবদল নেতা বল্টু রাসেলকে গ্রেফতার

Share