Connect with us

আন্তর্জাতিক

গাজায় সুড়ঙ্গ বিস্ফোরণে ইসরাইলের ৭ সেনা হতাহত

Published

on

দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলের একটি ফাঁদপাতা সুড়ঙ্গে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রোববার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত দুই সেনা হলেন– অধিনায়ক (ক্যাপ্টেন) নোয়াম রাভিদ (২৩) এবং স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর (২০)। উভয়েই ইসরাইলি সেনাবাহিনীর অভিজাত ইয়াহালোম যুদ্ধ প্রকৌশল ইউনিটে কর্মরত ছিলেন।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইয়াহালোম ইউনিটের সদস্যরা গোলানি ব্রিগেডের অধীনে একটি ভবনের ভেতরের সুড়ঙ্গের মুখ পরীক্ষা করছিলেন। তখন হঠাৎ একটি বিস্ফোরণে তারা আক্রান্ত হন।

এ ঘটনায় গাজায় হামাসবিরোধী স্থল অভিযানে এবং সীমান্ত বরাবর চলমান সামরিক অভিযানে ইসরাইলের মোট নিহতের সংখ্যা ৪১৬-তে পৌঁছেছে।

এদিকে আহত দুই সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অপরজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

একই দিনে গাজার উত্তরে জেরুজালেম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হন। কীভাবে তিনি আহত হয়েছেন, তা এখনো তদন্তাধীন বলে জানিয়েছে আইডিএফ।

এদিকে শনিবার আরও একটি ঘটনায় গাজা সিটির পূর্বাঞ্চলের দারাজ ও তুফাহ পাড়ায় সেনা শিবিরে বিস্ফোরণে ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের দুই সেনা আহত হন।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই বিস্ফোরণ সম্ভবত একটি ট্যাংক শেল আগাম বিস্ফোরিত হওয়ার কারণে হয়েছে। তবে সেনাবাহিনী বিকল্পভাবে এ-ও খতিয়ে দেখছে যে, সেখানে মর্টার হামলা হয়ে থাকতে পারে।

গাজায় অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে আইডিএফ শনিবার রাতে জানিয়েছে, তারা দশ-হাজারের বেশি রিজার্ভ সদস্যকে নতুন করে তলব করছে। যাদের অনেককে আগেও একাধিকবার ডাকা হয়েছে।

Share
Continue Reading
Click to comment

দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলের একটি ফাঁদপাতা সুড়ঙ্গে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রোববার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত দুই সেনা হলেন– অধিনায়ক (ক্যাপ্টেন) নোয়াম রাভিদ (২৩) এবং স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর (২০)। উভয়েই ইসরাইলি সেনাবাহিনীর অভিজাত ইয়াহালোম যুদ্ধ প্রকৌশল ইউনিটে কর্মরত ছিলেন।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইয়াহালোম ইউনিটের সদস্যরা গোলানি ব্রিগেডের অধীনে একটি ভবনের ভেতরের সুড়ঙ্গের মুখ পরীক্ষা করছিলেন। তখন হঠাৎ একটি বিস্ফোরণে তারা আক্রান্ত হন।

এ ঘটনায় গাজায় হামাসবিরোধী স্থল অভিযানে এবং সীমান্ত বরাবর চলমান সামরিক অভিযানে ইসরাইলের মোট নিহতের সংখ্যা ৪১৬-তে পৌঁছেছে।

এদিকে আহত দুই সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অপরজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন।

একই দিনে গাজার উত্তরে জেরুজালেম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হন। কীভাবে তিনি আহত হয়েছেন, তা এখনো তদন্তাধীন বলে জানিয়েছে আইডিএফ।

এদিকে শনিবার আরও একটি ঘটনায় গাজা সিটির পূর্বাঞ্চলের দারাজ ও তুফাহ পাড়ায় সেনা শিবিরে বিস্ফোরণে ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের দুই সেনা আহত হন।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই বিস্ফোরণ সম্ভবত একটি ট্যাংক শেল আগাম বিস্ফোরিত হওয়ার কারণে হয়েছে। তবে সেনাবাহিনী বিকল্পভাবে এ-ও খতিয়ে দেখছে যে, সেখানে মর্টার হামলা হয়ে থাকতে পারে।

গাজায় অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে আইডিএফ শনিবার রাতে জানিয়েছে, তারা দশ-হাজারের বেশি রিজার্ভ সদস্যকে নতুন করে তলব করছে। যাদের অনেককে আগেও একাধিকবার ডাকা হয়েছে।

Share