বাংলাদেশ
পায়রা নদীর খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে মানবন্ধন

বরগুনা জেলার আমতলীর নদীর আমতলী-পুরাকাটা খেয়াঘাটের ইজারা বাতিল এবং খেয়া পারাপারের ভাড়া জনপ্রতি ১০ টাকা করার দাবিতে শনিবার সকালে খেয়াঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এক মানবন্ধন কর্মসূচী পালন করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার নেতা কর্মীরা।
মানবন্ধন কর্মসূচীতে দুই শতাধিক নেতা কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
শনিবার সকাল ১১টার দিকে আমতলী-পুরাকাটা পারাপারের খেয়াঘাট এলাকার আমতলীর পাড়ে বরগুনার জেলা পরিষদ কর্তৃক দেওয়া ঘাটের ইজারা বাতিল এবং খেয়া নৌকায় পারাপারে জনপ্রতি ভাড়া ১০ টাকা করার দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মো. শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী
মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক জিহাদী, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইউসুব মাতুব্বর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মীর সোলায়মান, ইসলামী যুব আন্দালনের আমতলী শাখার সভাপতি হাফেজ খালিদ সাইফুল্লাহ ও ইসলামী যুব আন্দোলনে আমতলী শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. ইছা প্রমুখ।
বক্তারা বরগুনার জেলা পরিষদের দেওয়া পায়রা নদীর খেয়াঘাটের ইজারা বাতিল করতে হবে।
তারা বলেন, গত বছর যেখানে জনপ্রতি খেয়া পারাপাড়ের ভাড়া ছিল ২০ টাকা এ বছর সেখানে জনপ্রতি ৫ টাকা বাড়িয়ে ২৫ টাকা নির্ধারণ করে দেয় জেলা পরিষদ। এত টাকা দিয়ে সাধারণ গরীব মানুষের পক্ষে খেয়াপারাপার কঠিন হয়ে পড়েছে। তাই খেয়াঘাটের ইজারা বাতিল এবং খেয়া পারাপারের ভাড়া ১০টাকা করার দাবি জানান।
বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. শফিউল আলম বলেন, প্রতি ৩ বছর পরপর সরকারি নিয়ম অনুযায়ী ইজারা মূল্য বাড়াতে হয়।
সে ক্ষেত্রে সাধারণ মানুষের কথা বিবেচনা করে নাম মাত্র ৫ টাকা বাড়ানো হয়েছে।