সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা - Porikroma News
Connect with us

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা

Published

on

সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা

আজ শনিবার দেশের আটটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ বয়ে যেতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের সম্ভাব্য সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত। নদী ও উপকূলীয় অঞ্চলে অবস্থানরত নৌযান ও ছোট ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Share

আজ শনিবার দেশের আটটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ বয়ে যেতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের সম্ভাব্য সময়সীমা সন্ধ্যা ৬টা পর্যন্ত। নদী ও উপকূলীয় অঞ্চলে অবস্থানরত নৌযান ও ছোট ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Share