অপরাধ
ঝিনাইদহে দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ৫০, এলাকায় চরম উত্তেজনা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলার মধ্যে দুই গ্রামের ব্যাপক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকেলে হরিণাকুণ্ডুর চরপাড়া বাজার ও শৈলকুপার মাইলমাড়ী এলাকায় এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাছ কেনাবেচা নিয়ে হরিণাকুণ্ডুর চরপাড়া ও শৈলকুপার মাইলমাড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরদিন সকালে মাইলমাড়ী গ্রামের দুই স্কুলছাত্রকে চরপাড়া গ্রামের তিন যুবক মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দুপুরে উভয় পক্ষের শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, “সংঘর্ষের কারণে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”