খেলাধুলা
২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম আকাশচুম্বি, চটেছেন ফুটবলপ্রেমীরা

২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আয়োজক দেশগুলো ম্যাচগুলোর হসপিটালিটি টিকিট বিক্রি শুরু করেছে, আর সেই টিকিটের মূল্য এতটাই বেশি যে তা সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে গেছে।
বিশ্বকাপের হসপিটালিটি প্যাকেজের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৩,৫০০ মার্কিন ডলার এবং সর্বোচ্চ ৭৩,২০০ ডলার। সবচেয়ে সস্তা প্যাকেজ মিলছে মেক্সিকোর মনটেরে ও গুয়াদালাহারা ভেন্যুতে। অন্যদিকে, সবচেয়ে দামি প্যাকেজ হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে ফাইনালসহ ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এতদিন শুধু হসপিটালিটি প্যাকেজ প্রকাশ করা হলেও, সাধারণ দর্শকদের জন্য টিকিট এখনও বাজারে ছাড়েনি ফিফা। তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রুপ পর্বের সাধারণ টিকিটের গড় মূল্য হতে পারে ৩০৫ মার্কিন ডলার, যা কাতার বিশ্বকাপের তুলনায় অনেক বেশি। কাতারে মাত্র ১১ ডলারে টিকিট কিনে দর্শকরা ম্যাচ উপভোগ করেছিলেন।
বিশ্বকাপ আয়োজনের সময় আয়োজক দেশগুলো দাবি করেছিল, শুধু টিকিট বিক্রি থেকেই আয় হতে পারে প্রায় ১.৮ বিলিয়ন ডলার। ফলে শুরু থেকেই আশঙ্কা ছিল যে, টিকিটের দাম হবে আকাশচুম্বি — যা এখন বাস্তবে রূপ নিচ্ছে।
আগামী বছরের ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। টিকিটের চূড়ান্ত দাম জানার জন্য দর্শকদের এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।