জাতীয়
ইসিকে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশ

২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে রমজান মাস শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনে পাঠানো এই চিঠির মাধ্যমে সময়মতো নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচন আয়োজনের সময়কে ঘিরে রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক বাস্তবতা বিবেচনা করে কমিশন যেন রমজানের আগেই নির্বাচনের দিন নির্ধারণ করে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।