Connect with us

বাংলাদেশ

স্কুলের জমি দখলের প্রতিবাদে দশমিনায় মানববন্ধন

Published

on

পটুয়াখালীর দশমিনায় একটি বিদ্যালয়ের জমি দখল, গাছ কর্তন ও বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মরিয়ম মেমোরিয়াল গার্লস হাই স্কুলের জমি দখলের প্রতিবাদে ওই বিদ্যালয় প্রাঙ্গণে সম্পত্তি রক্ষা বাস্তবায়ন কমিটি ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কয়েকশ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. আবুল বশার, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি কুদ্দুস ফরায়েজি ও ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।

এসময় বক্তারা দাবি করেন, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের স্থানীয় ইউনুস হাওলাদার, রমিজ হাওলাদার, রাব্বি ও মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় প্রভাবশালীরা সম্প্রতি মরিয়ম মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ১৯ শতাংশ জমি দখল করে নিয়েছেন। কাটা হয়েছে বিদ্যালয়ের গাছ। তাদের কর্মকাণ্ডে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার লোকজন অতিষ্ঠ।

অভিযুক্তরা বিদ্যালয়ের জমি দখল করে উল্টো সাবেক কর কমিশনার ও বিদ্যালয়ের সভাপতি মো. হেলাল উদ্দিন সিকদার, সহসভাপতি জালাল উদ্দিন সিকদার, প্রধান শিক্ষক মাওলানা আবুল বশার, ইউপি সদস্য মো. রফিকুল ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছেন। ভয়ভীতিসহ দিচ্ছেন হুমকি-ধমকি।

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের জমি দখলমুক্ত ও অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

Share
Continue Reading
Click to comment

পটুয়াখালীর দশমিনায় একটি বিদ্যালয়ের জমি দখল, গাছ কর্তন ও বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মরিয়ম মেমোরিয়াল গার্লস হাই স্কুলের জমি দখলের প্রতিবাদে ওই বিদ্যালয় প্রাঙ্গণে সম্পত্তি রক্ষা বাস্তবায়ন কমিটি ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কয়েকশ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. আবুল বশার, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি কুদ্দুস ফরায়েজি ও ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।

এসময় বক্তারা দাবি করেন, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের স্থানীয় ইউনুস হাওলাদার, রমিজ হাওলাদার, রাব্বি ও মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় প্রভাবশালীরা সম্প্রতি মরিয়ম মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ১৯ শতাংশ জমি দখল করে নিয়েছেন। কাটা হয়েছে বিদ্যালয়ের গাছ। তাদের কর্মকাণ্ডে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার লোকজন অতিষ্ঠ।

অভিযুক্তরা বিদ্যালয়ের জমি দখল করে উল্টো সাবেক কর কমিশনার ও বিদ্যালয়ের সভাপতি মো. হেলাল উদ্দিন সিকদার, সহসভাপতি জালাল উদ্দিন সিকদার, প্রধান শিক্ষক মাওলানা আবুল বশার, ইউপি সদস্য মো. রফিকুল ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছেন। ভয়ভীতিসহ দিচ্ছেন হুমকি-ধমকি।

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের জমি দখলমুক্ত ও অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

Share