সুমন হত্যা: রিমান্ড শেষে কারাগারে পলক - Porikroma News
Connect with us

বাংলাদেশ

সুমন হত্যা: রিমান্ড শেষে কারাগারে পলক

Published

on

জুলাই অভ্যুত্থানে রাজধানীর বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন (৩৮) হত্যা মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।


এর আগে গত ২৩ এপ্রিল এ মামলায় পলকের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। এ আদেশের ভিত্তিতে বুধবার (৭ মে) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে তাকে দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পলক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, বাড্ডা থানাধীন মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে গত বছরের ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বাসায় ফিরছিলেন ভুক্তভোগী আব্দুল জব্বার সুমন। এসময় অজ্ঞাতপরিচয় আসামিদের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় ভুক্তভোগীর মা নাজমা বেগম বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের নামোল্লেখ করে বাড্ডা থানায় একটি মামলা করেন। জুনাইদ আহমেদ পলক এ মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।

Share

জুলাই অভ্যুত্থানে রাজধানীর বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন (৩৮) হত্যা মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।


এর আগে গত ২৩ এপ্রিল এ মামলায় পলকের দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। এ আদেশের ভিত্তিতে বুধবার (৭ মে) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে নিয়ে তাকে দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পলক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, বাড্ডা থানাধীন মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে গত বছরের ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বাসায় ফিরছিলেন ভুক্তভোগী আব্দুল জব্বার সুমন। এসময় অজ্ঞাতপরিচয় আসামিদের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় ভুক্তভোগীর মা নাজমা বেগম বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের নামোল্লেখ করে বাড্ডা থানায় একটি মামলা করেন। জুনাইদ আহমেদ পলক এ মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।

Share