আন্তর্জাতিক
দোনেৎস্কে নতুন গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে নতুন করে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রবিবার (১৩ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা দোনেৎস্কের পশ্চিমাংশের মিরনে গ্রামটি নিয়ন্ত্রণে নিয়েছে।
মিরনে গ্রামটির অবস্থান দিনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্কের প্রশাসনিক সীমান্তের কাছাকাছি। রুশ সেনারা এ গ্রামটিকে সোভিয়েত যুগের নাম ‘কার্ল মার্ক্স’ নামেও উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের দাবি, সেনারা শত্রুপক্ষের প্রতিরক্ষার গভীরে প্রবেশ করে এ গ্রাম দখল করে।
এর আগে রবিবার আরও একটি গ্রাম দখলের দাবি করে মস্কো। তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে এ যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে।
রাশিয়া একাধিকবার মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে মস্কো। এখন পর্যন্ত এ যুদ্ধ বন্ধে কোনো কার্যকর উদ্যোগ সফল হয়নি।