Connect with us

বাংলাদেশ

যুবদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার

Published

on

ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর মানিকগঞ্জ পৌর যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম মোবারক হোসেন। তিনি মানিকগঞ্জ পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) রাতে পৌর যুবদলের আহ্বায়ক রাজিব হাসান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মোবারক হোসেনকে ইয়াবা সেবন করতে দেখা যায়। ভিডিওতে তার সঙ্গে আরেক ব্যক্তি থাকলেও ওই ব্যক্তির চেহারা স্পষ্ট নয়। তবে মোবারককে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনা জানাজানির পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোবারক হোসেনকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে তার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।

Share
Continue Reading
Click to comment

ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর মানিকগঞ্জ পৌর যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম মোবারক হোসেন। তিনি মানিকগঞ্জ পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) রাতে পৌর যুবদলের আহ্বায়ক রাজিব হাসান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মোবারক হোসেনকে ইয়াবা সেবন করতে দেখা যায়। ভিডিওতে তার সঙ্গে আরেক ব্যক্তি থাকলেও ওই ব্যক্তির চেহারা স্পষ্ট নয়। তবে মোবারককে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনা জানাজানির পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোবারক হোসেনকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে তার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।

Share