Connect with us

সর্বশেষ

মুন্সীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা, লাশের ওপর ছিল অস্ত্র

Published

on

নিহত সানা মাঝি। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে পূর্ববিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে সানা মাঝি (৪২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার মধ্য মাকহাটি তালতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, একইদিন বিকেল তিনটার দিকে সানা মাঝিকে ডেকে নিয়ে যান।

নিহত সানা মাঝি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোলাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মাঝি বাড়ির মোহাম্মদ মাঝির ছেলে।

অভিযুক্ত বাবু মাঝি একই গ্রামের মৃত শামসুল মাঝির ছেলে। তিনি ইতালি প্রবাসী। বছরে দুই-একবার দেশে আসা-যাওয়া করেন।

রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ক্ষতবিক্ষত গৃহবধূ

নিহতের স্ত্রী ফাতেমা বেগম জানান, বৃহস্পতিবার (১ মে) বিকেল তিনটার দিকে স্বাধীন নামের এক ছেলেকে দিয়ে আমার স্বামীকে ডেকে নেন বাবু মাঝি। এরপর আর বাড়ি ফিরেননি তিনি। ওইদিন রাত ১১টার দিকে আমার স্বামীকে হত্যা করে বাবু মাঝি তার উপর পিস্তল রেখে ফেসবুকে ছবি পোস্ট করে লিখেন, ‘শিপন মাঝির হত্যার বদলা একে একে নিব।’

এদিকে ওই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পরবর্তীতে বাবু মাঝি তার ফেসবুক প্রোফাইলটি লক করে দেন। হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তবে আমরা আমাদের পুলিশিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আসামি গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, নিহতের ভাই আবু মাঝি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Share

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে পূর্ববিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে সানা মাঝি (৪২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার মধ্য মাকহাটি তালতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, একইদিন বিকেল তিনটার দিকে সানা মাঝিকে ডেকে নিয়ে যান।

নিহত সানা মাঝি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোলাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মাঝি বাড়ির মোহাম্মদ মাঝির ছেলে।

অভিযুক্ত বাবু মাঝি একই গ্রামের মৃত শামসুল মাঝির ছেলে। তিনি ইতালি প্রবাসী। বছরে দুই-একবার দেশে আসা-যাওয়া করেন।

রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ক্ষতবিক্ষত গৃহবধূ

নিহতের স্ত্রী ফাতেমা বেগম জানান, বৃহস্পতিবার (১ মে) বিকেল তিনটার দিকে স্বাধীন নামের এক ছেলেকে দিয়ে আমার স্বামীকে ডেকে নেন বাবু মাঝি। এরপর আর বাড়ি ফিরেননি তিনি। ওইদিন রাত ১১টার দিকে আমার স্বামীকে হত্যা করে বাবু মাঝি তার উপর পিস্তল রেখে ফেসবুকে ছবি পোস্ট করে লিখেন, ‘শিপন মাঝির হত্যার বদলা একে একে নিব।’

এদিকে ওই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পরবর্তীতে বাবু মাঝি তার ফেসবুক প্রোফাইলটি লক করে দেন। হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তবে আমরা আমাদের পুলিশিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আসামি গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, নিহতের ভাই আবু মাঝি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Share