আন্তর্জাতিক
মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদ মামলা

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতে হাজির করার পর তাদের জামিন নামঞ্জুর করা হয়। দোভাষী না থাকায় মামলার শুনানি আগামী ১২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)। তারা মালয়েশিয়ার জোহর বারুর একটি কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, মামুন আলী ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ‘সাহিফুল্লা ইসলাম’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়েছেন। এই অভিযোগ মালয়েশিয়ার দণ্ডবিধির ১৩০জে(১)(ক) ধারায় আনা হয়েছে, যেখানে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন বা সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।
অন্যদিকে, রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ, গত ১০ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখা ছিল। এই অভিযোগ দণ্ডবিধির ১৩০জেবি(১)(ক) ধারায় আনা হয়েছে, যেখানে দোষী প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মরিয়ম জামিলাহ আব হানাফ এবং নুর আইনা রিজওয়ান। অভিযুক্ত দুইজনের পক্ষের কোনো আইনজীবী ছিল না।