Connect with us

অপরাধ

মাদ্রাসা শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে গ্রেপ্তার ৩

Published

on

গ্রেপ্তার তিন যুবক। ছবি : পরিক্রমা

সুনামগঞ্জের তাহিরপুরে মাদ্রাসায় যাওয়া-আসার পথে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় পাঁচ বখাটে যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে বখাটেদের হামলায় গুরুতর আহত হন এক ভুক্তভোগীর চাচা। পরে অভিযান চালিয়ে তিন বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ এপ্রিল) ভোরে বালিজুরী ইউনিয়ন ও পাশের বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী নয়া হাটি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), একই গ্রামের আলমগীরের ছেলে মারুফ মিয়া (২১) ও জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২)।

জানা গেছে, গত ২৮ এপ্রিল উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী এইচ এ উলুম আলিম মাদ্রাসার ছুটি শেষে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীর পথ আগলে দাঁড়ায় বখাটেরা। তারা অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করতে থাকে। খবর পেয়ে ছাত্রীর চাচা ঘটনাস্থলে এগিয়ে আসলে বখাটেরা তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় বখাটেদের ভয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয় দুজন। পরে ২৯ এপ্রিল এক ছাত্রীর চাচা আহত ব্যক্তি বাদী হয়ে তাহিরপুর থানায় পাঁচজননের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় অভিযুক্ত তিনজনকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন হিমেল ও রকিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদসভা

 

Share

সুনামগঞ্জের তাহিরপুরে মাদ্রাসায় যাওয়া-আসার পথে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় পাঁচ বখাটে যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে বখাটেদের হামলায় গুরুতর আহত হন এক ভুক্তভোগীর চাচা। পরে অভিযান চালিয়ে তিন বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ এপ্রিল) ভোরে বালিজুরী ইউনিয়ন ও পাশের বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী নয়া হাটি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), একই গ্রামের আলমগীরের ছেলে মারুফ মিয়া (২১) ও জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২)।

জানা গেছে, গত ২৮ এপ্রিল উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী এইচ এ উলুম আলিম মাদ্রাসার ছুটি শেষে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীর পথ আগলে দাঁড়ায় বখাটেরা। তারা অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করতে থাকে। খবর পেয়ে ছাত্রীর চাচা ঘটনাস্থলে এগিয়ে আসলে বখাটেরা তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় বখাটেদের ভয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয় দুজন। পরে ২৯ এপ্রিল এক ছাত্রীর চাচা আহত ব্যক্তি বাদী হয়ে তাহিরপুর থানায় পাঁচজননের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় অভিযুক্ত তিনজনকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন হিমেল ও রকিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদসভা

 

Share