বাংলাদেশ
মাদারগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেল তোফায়েলের জবিতে পড়ার স্বপ্ন

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তোফায়েল আহমেদ শৈশব (২১) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। সোমবার (৫ মে) ভোরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২৩ দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
শৈশব পৌর শহরের বালিজুড়ী বাজার এলাকার কাপড় ব্যবসায়ী আতিকুর রহমান তোতার বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা
আরও পড়ুন

তিনি নটরডেম কলেজ ময়মনসিংহ শাখা থেকে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান তিনি।
জানা গেছে গত ১২ এপ্রিল সন্ধ্যায় মোটরসাইকেলে করে মাদারগঞ্জ থেকে জামালপুর যাচ্ছিলেন। এ সময় ফায়ার সার্ভিস স্টেশন মোড়ে পৌঁছালে তার মোটরসাইকেলটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থার অবনতির পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে থেকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এ বিষয়ে জানতে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।
আরও পড়ুন