অপরাধ
ময়মনসিংহে শাশুড়ি খুনের ঘটনায় জামাই আটক

পিবিআই জানায়, গত ১ মে রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় মনির হোসেন তার স্ত্রী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়।
এ ঘটনায় পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগিতায় মাত্র দুই দিনের মধ্যেই হত্যাকান্ডে জড়িত মনির হোসেনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রবিবার মনিরকে আদালতে সোপর্দ করা হলে তিনি আদালতে নিজেকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।