বিনোদন
ভিকির সিরিজে নিশো–নাবিলা

চুপিসারেই নতুন সিরিজের শুটিং শেষ করলেন ভিকি জাহেদ। সব ঠিকঠাক থাকলে আগামী ঈদুল আজহায় সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘আঁকা’ নামের সিরিজটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। ছবির গল্প ও অন্যান্য বিষয়ে পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান, কেউই আপাতত কিছু বলতে চাইছেন না।
পরিচালক ভিকি জাহেদের সঙ্গে আজ বুধবার যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই বলতে পারবেন না বলে জানিয়ে দেন, ‘সময় হলে সবাই সবকিছু জানতে পারবেন।’ নিশো-নাবিলাও এ বিষয়ে কিছুই বলতে চাইছেন না।
তবে ‘আঁকা’–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সামাজিক থ্রিলার ধাঁচের একটি গল্প নিয়ে সিরিজটি তৈরি হয়েছে। এতে বর্তমান সমাজবাস্তবতার একটা চিত্রও থাকবে।
প্রাথমিকভাবে সিরিজটি ছয় পর্বে তৈরি হয়েছে। এক পর্ব বাড়ার সম্ভাবনাও রয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি স্থানে সিরিজটির শুটিং হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। ফাঁকে কিছু প্যাচওয়ার্কের কাজও করতে পারেন পরিচালক, এমনটাও জানা গেছে।