খেলাধুলা
ভারত-পাক উত্তেজনায় আইপিএল ম্যাচের ভেন্যু পরিবর্তন

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব এবার পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এও। এই উত্তেজনার জেরে আগামী রোববার (১১ মে) হিমাচল প্রদেশের ধরমশালায় নির্ধারিত একটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করে গুজরাতের আহমেদাবাদে স্থানান্তর করা হয়েছে।
গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল বিষয়টি নিশ্চিত করে জানান, মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস-এর মধ্যকার ম্যাচটি ধরমশালার বদলে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।
এদিকে ভারতজুড়ে চলমান নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ২০টিরও বেশি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে ধরমশালার বিমানবন্দর-ও রয়েছে। এই পরিস্থিতিতে ভ্রমণ ও নিরাপত্তা জটিলতার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার বুধবারের ম্যাচটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধরমশালাতেই অনুষ্ঠিত হবে, কারণ দুই দল আগেই সেখানে পৌঁছে গেছে এবং প্র্যাকটিসও শুরু করেছে।
এই ধরনের ভেন্যু পরিবর্তন আইপিএল টুর্নামেন্টের সময়সূচি ও পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যদিও আয়োজকরা পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন।