বাংলাদেশ
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা আশঙ্কাজনক : পরিচালক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন। এ পর্যন্ত সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, সিভিয়ার অবস্থায় আছেন ১৩ জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ২৩ জন রয়েছেন।
ডা. নাসির উদ্দিন বলেন, “চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। পর্যাপ্ত ওষুধ ও রক্তের ব্যবস্থা রয়েছে। দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। আমাদের চিকিৎসা প্রটোকল তাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং তারা কিছু সিদ্ধান্ত দিয়েছেন, যা আমাদের চিকিৎসায় যুক্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, ভারত, আমেরিকা, চীনসহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসকেরাও চিকিৎসা সহায়তায় আগ্রহ প্রকাশ করেছেন। তবে বর্তমান চিকিৎসা প্রটোকল অনুযায়ীই তারা চিকিৎসা চালিয়ে যাবেন।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে শেষ খবর অনুযায়ী ৩২ জনের প্রাণহানি ঘটে।