প্রতিশোধপরায়ণ রূপে ধরা দিলেন মোশাররফ করিম - Porikroma News
Connect with us

বাংলাদেশ

প্রতিশোধপরায়ণ রূপে ধরা দিলেন মোশাররফ করিম

Published

on

মোশাররফ করিম ও সঞ্জয় সমদ্দার। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো একদম ভিন্ন, ভয়ংকর এক রূপে ধরা দিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় আসন্ন সিনেমা ‘ইনসাফ’-এর দ্বিতীয় পোস্টারে পাওয়া গেল তার রক্তাক্ত অবতার। চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, আর ঘাড়ে ঝুলছে থেটোস্কোপ, সবমিলিয়ে এক প্রতিশোধপরায়ণ চরিত্রে হাজির হয়েছেন তিনি।

রোববার (৪ মে) সন্ধ্যায় ‘ইনসাফ’-এর দ্বিতীয় পোস্টার উন্মোচন করে নির্মাতা বলেন, এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ! এতে স্পষ্ট হয়ে যায়, সিনেমার গল্পে প্রতিশোধ ও ন্যায়বিচারের জোরালো উপস্থাপন থাকবে।

এর আগে গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় সিনেমাটির প্রথম পোস্টার, যেখানে রক্তাক্ত কুড়াল হাতে, ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে হাজির হয়েছিলেন সিনেমার নায়ক শরীফুল রাজ। নতুন পোস্টারে মোশাররফ করিমের চরিত্র প্রকাশ পেলেও তিনি ইতিবাচক না নেতিবাচক, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেননি নির্মাতা।

জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ইনসাফ’-এর শুটিং শুরু হয় গত ফেব্রুয়ারিতে, এখন চলছে শেষ মুহূর্তের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন নাট্যাঙ্গনের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দার পুরোপুরি কমার্শিয়াল ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন।

প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস। উল্লেখ্য, এটি সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় চলচ্চিত্র হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তার প্রথম সিনেমা। এর আগে তিনি টালিউডে জিৎকে নিয়ে ‘মানুষ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করেন।

‘ইনসাফ’ নিয়ে ইতোমধ্যে দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। পোস্টারে মোশাররফ করিমের নতুন লুক সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

Share
Continue Reading
Click to comment

প্রথমবারের মতো একদম ভিন্ন, ভয়ংকর এক রূপে ধরা দিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় আসন্ন সিনেমা ‘ইনসাফ’-এর দ্বিতীয় পোস্টারে পাওয়া গেল তার রক্তাক্ত অবতার। চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, আর ঘাড়ে ঝুলছে থেটোস্কোপ, সবমিলিয়ে এক প্রতিশোধপরায়ণ চরিত্রে হাজির হয়েছেন তিনি।

রোববার (৪ মে) সন্ধ্যায় ‘ইনসাফ’-এর দ্বিতীয় পোস্টার উন্মোচন করে নির্মাতা বলেন, এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ! এতে স্পষ্ট হয়ে যায়, সিনেমার গল্পে প্রতিশোধ ও ন্যায়বিচারের জোরালো উপস্থাপন থাকবে।

এর আগে গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় সিনেমাটির প্রথম পোস্টার, যেখানে রক্তাক্ত কুড়াল হাতে, ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে হাজির হয়েছিলেন সিনেমার নায়ক শরীফুল রাজ। নতুন পোস্টারে মোশাররফ করিমের চরিত্র প্রকাশ পেলেও তিনি ইতিবাচক না নেতিবাচক, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেননি নির্মাতা।

জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ইনসাফ’-এর শুটিং শুরু হয় গত ফেব্রুয়ারিতে, এখন চলছে শেষ মুহূর্তের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন নাট্যাঙ্গনের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দার পুরোপুরি কমার্শিয়াল ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন।

প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস। উল্লেখ্য, এটি সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় চলচ্চিত্র হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তার প্রথম সিনেমা। এর আগে তিনি টালিউডে জিৎকে নিয়ে ‘মানুষ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করেন।

‘ইনসাফ’ নিয়ে ইতোমধ্যে দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। পোস্টারে মোশাররফ করিমের নতুন লুক সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

Share