Connect with us

অপরাধ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনে সশস্ত্র হামলা, আহত ১৮

Published

on

সিটি কর্পোরেশনের নগর ভবনে আটোরিকশাচালকদের সশস্ত্র হামলা।
সিটি কর্পোরেশনের নগর ভবনে আটোরিকশাচালকদের সশস্ত্র হামলা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করায় বিক্ষুব্ধ চালকরা সিটি কর্পোরেশন নগর ভবনে সশস্ত্র হামলা চালিয়েছে। সোমবার (১২ মে) দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় যানজট নিরসনে নিয়োজিত শিক্ষার্থী জান্নাতুল নাঈম শাওন, সম্রাট, কামরুন্নাহার শিমলা ও কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, শহরে অনুমোদনহীন অবৈধ অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার দুপুরে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চালকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ চললেও কিছুক্ষণ পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। অটোরিকশা চালকরা দেশীয় অস্ত্র, রাম দা, ছুরি, চাপাতি, লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে নগর ভবনের প্রধান ফটকে হামলা চালায়।

হামলার সময় যানজট নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাধা দিলে তাদের ওপরও হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Share

নারায়ণগঞ্জ শহরে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করায় বিক্ষুব্ধ চালকরা সিটি কর্পোরেশন নগর ভবনে সশস্ত্র হামলা চালিয়েছে। সোমবার (১২ মে) দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় যানজট নিরসনে নিয়োজিত শিক্ষার্থী জান্নাতুল নাঈম শাওন, সম্রাট, কামরুন্নাহার শিমলা ও কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, শহরে অনুমোদনহীন অবৈধ অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার দুপুরে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চালকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ চললেও কিছুক্ষণ পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। অটোরিকশা চালকরা দেশীয় অস্ত্র, রাম দা, ছুরি, চাপাতি, লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে নগর ভবনের প্রধান ফটকে হামলা চালায়।

হামলার সময় যানজট নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাধা দিলে তাদের ওপরও হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Share