বাংলাদেশ
“দিনের বেলা ছাড়া আমি যাব না, নিতে হলে দিনেই নিতে হবে।” বললেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালায় পুলিশ। শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ নামে পরিচিত বাসভবনে চালানো এ অভিযানে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়, তবে আইভী বাসার ভেতরেই অবস্থান নেন এবং সাফ জানিয়ে দেন—
“দিনের বেলা ছাড়া আমি যাব না, নিতে হলে দিনেই নিতে হবে।”
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও আইভীর সমর্থকেরা রাস্তায় নেমে আসেন এবং চুনকা কুটির ঘিরে ফেলেন। তারা বাসার প্রবেশপথের দুই পাশে বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে পথ অবরুদ্ধ করে দেন। আশপাশের মসজিদ থেকে মাইকিং করে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়। এর ফলে পুলিশ সদস্যরা বাসার ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়েন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার সাংবাদিকদের জানান,
“আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়।”
তিনি আরও জানান, এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনার পর নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাটি কয়েক ঘণ্টা কার্যত অবরুদ্ধ থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।