চুরির অপবাদে নারীকে ভয়াবহ নির্যাতন - Porikroma News
Connect with us

বাংলাদেশ

চুরির অপবাদে নারীকে ভয়াবহ নির্যাতন

Published

on

গাজীপুরের টঙ্গীতে চুরির অভিযোগে এক নারীকে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (২৭ এপ্রিল) সকালে টঙ্গী বাজার এলাকার ভাঙ্গারি পট্টিতে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহত নারী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। পাশাপাশি রেলস্টেশন এলাকা থেকে পরিত্যক্ত বিক্রিযোগ্য প্লাস্টিকের বোতল ও লোহাজাতীয় সামগ্রী সংগ্রহ করে টঙ্গী বাজারের ভাঙারি দোকানে বিক্রি করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালেও মর্জিনা বেগম পুরোনো মালামাল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ভাঙারি পট্টিতে আসেন। এ সময় দোকানদার লিয়াকত হোসেন তাকে দোকানের সামনে থেকে মালামাল চুরির অভিযোগ এনে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে লিয়াকত ধারালো কাঁচি দিয়ে গোপন স্থানে আঘাত করেন। গুরুতর আহত হয়ে মর্জিনা বেগম মাটিতে লুটিয়ে পড়েন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, আহত নারীর গভীর ক্ষত হয়েছে এবং প্রচুর রক্তপাত হয়েছে। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি মর্মান্তিক ও লজ্জাজনক। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share
Continue Reading
Click to comment

গাজীপুরের টঙ্গীতে চুরির অভিযোগে এক নারীকে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (২৭ এপ্রিল) সকালে টঙ্গী বাজার এলাকার ভাঙ্গারি পট্টিতে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহত নারী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। পাশাপাশি রেলস্টেশন এলাকা থেকে পরিত্যক্ত বিক্রিযোগ্য প্লাস্টিকের বোতল ও লোহাজাতীয় সামগ্রী সংগ্রহ করে টঙ্গী বাজারের ভাঙারি দোকানে বিক্রি করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালেও মর্জিনা বেগম পুরোনো মালামাল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ভাঙারি পট্টিতে আসেন। এ সময় দোকানদার লিয়াকত হোসেন তাকে দোকানের সামনে থেকে মালামাল চুরির অভিযোগ এনে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে লিয়াকত ধারালো কাঁচি দিয়ে গোপন স্থানে আঘাত করেন। গুরুতর আহত হয়ে মর্জিনা বেগম মাটিতে লুটিয়ে পড়েন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, আহত নারীর গভীর ক্ষত হয়েছে এবং প্রচুর রক্তপাত হয়েছে। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি মর্মান্তিক ও লজ্জাজনক। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share