Connect with us

বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ মে দেশের সবচেয়ে বড় সমাবর্তন

Published

on

সমাবর্তন উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ সম্মেলন।
সমাবর্তন উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

দেশের ইতিহাসের সবচেয়ে বড় সমাবর্তনের জন্য প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সবুজে ঘেরা এই ক্যাম্পাসে আগামী ১৪ মে বসতে যাচ্ছে এক অনন্য একাডেমিক উৎসব। এবার সমাবর্তনে অংশ নেবেন ২২ হাজার ৬০০ গ্র্যাজুয়েট। সঙ্গে থাকবেন অভিভাবকসহ প্রায় এক লাখ অতিথি। দীর্ঘ ৯ বছর পর এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও ক্যাম্পাসজুড়ে চলছে সাজ সাজ রব

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্‌ইয়া আখতার জানান, এবারের সমাবর্তনের প্রধান বক্তা থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস। তিনি এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক ও শিক্ষার্থী। সমাবর্তনে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন, ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চতুর্থ সমাবর্তন। এবার সেই দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও বসছে এই উৎসব।

সমাবর্তন প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য শহীদুল হক জানান, আগামী ১৪ মে দুপুর ১টা ৪৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তবে এতে গ্র্যাজুয়েটরা অংশ নিতে পারবেন না। অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক। সমাবর্তনে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এম ফিল ডিগ্রি দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন। যাতায়াতের সুবিধায় থাকবে ১০০ বাস ও ৪ জোড়া শাটল ট্রেন

আগামী ১৪ মে অনুষ্ঠেয় পঞ্চম সমাবর্তনকে কেন্দ্র করে ১৯টি উপকমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশে রঙিন হয়ে উঠেছে।

সোমবার (১২ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি এসব তথ্য জানায়। আয়োজকরা বলেন, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এবারের সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। শিক্ষার্থীদের স্বপ্নপূরণের দিনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উদ্দীপনা।

Share
Continue Reading
Click to comment

দেশের ইতিহাসের সবচেয়ে বড় সমাবর্তনের জন্য প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সবুজে ঘেরা এই ক্যাম্পাসে আগামী ১৪ মে বসতে যাচ্ছে এক অনন্য একাডেমিক উৎসব। এবার সমাবর্তনে অংশ নেবেন ২২ হাজার ৬০০ গ্র্যাজুয়েট। সঙ্গে থাকবেন অভিভাবকসহ প্রায় এক লাখ অতিথি। দীর্ঘ ৯ বছর পর এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও ক্যাম্পাসজুড়ে চলছে সাজ সাজ রব

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্‌ইয়া আখতার জানান, এবারের সমাবর্তনের প্রধান বক্তা থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস। তিনি এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক ও শিক্ষার্থী। সমাবর্তনে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন, ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চতুর্থ সমাবর্তন। এবার সেই দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও বসছে এই উৎসব।

সমাবর্তন প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য শহীদুল হক জানান, আগামী ১৪ মে দুপুর ১টা ৪৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তবে এতে গ্র্যাজুয়েটরা অংশ নিতে পারবেন না। অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক। সমাবর্তনে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এম ফিল ডিগ্রি দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন। যাতায়াতের সুবিধায় থাকবে ১০০ বাস ও ৪ জোড়া শাটল ট্রেন

আগামী ১৪ মে অনুষ্ঠেয় পঞ্চম সমাবর্তনকে কেন্দ্র করে ১৯টি উপকমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশে রঙিন হয়ে উঠেছে।

সোমবার (১২ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি এসব তথ্য জানায়। আয়োজকরা বলেন, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এবারের সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। শিক্ষার্থীদের স্বপ্নপূরণের দিনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উদ্দীপনা।

Share