দুর্ঘটনা
‘গোরখোদক’ মনু মিয়ার শেষ বিদায়

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা ও ৩ হাজারের বেশি কবর খনন করা মনু মিয়া (৬৭) চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর এই খবর নিশ্চিত করেন।

‘গোরখোদক’ নামে পরিচিত মনু মিয়া নিজের জীবনে ৩ হাজার ৫৭টি কবর খনন করেছিলেন। আশ্চর্যের বিষয় হলো, তিনি এই কাজের জন্য কোনো পারিশ্রমিক কিংবা বকশিস নিতেন না। তার কথা ছিল, আল্লাহকে সন্তুষ্ট করতেই এই কাজ।
সম্প্রতি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর আগের মতো হয়ে উঠেননি।
ঢাকার আইনজীবী এবং এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা জানান, হাসপাতালে দেখা করতে গেলে মনু মিয়া বলেছিলেন, মানুষের কাছ থেকে কিছু নিতে চান না। এই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যই করে গেছেন।
স্থানীয়রা বলছেন, তার মৃত্যুতে একজন দয়ার সাগর, নিঃস্বার্থ মানুষকে হারালাম।