আন্তর্জাতিক
গাজায় খাদ্যসাহায্য কেন্দ্রে লক্ষ্য করে গুলি, ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন চিকিৎসকের অভিযোগ

গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা পরিকল্পিতভাবে গুলি চালাচ্ছে—এমন অভিযোগ করেছেন এক মার্কিন শিশু রোগ বিশেষজ্ঞ। আহমেদ ইউসুফ নামের এই চিকিৎসক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গাজায় প্রায় আড়াই সপ্তাহ কাজ করার সময় তিনি প্রতিদিন প্রায় একই ধরণের মারাত্মক আহত রোগী পেয়েছেন, যা ইঙ্গিত দেয় যে ইসরায়েলি বাহিনী নির্দিষ্ট দিনে নির্দিষ্ট অঙ্গ লক্ষ্য করে গুলি চালাচ্ছে।
ইউসুফ জানান, সোমবারে হয়তো ৪০-৬০ জন রোগী আসত যাদের সবার পায়ে বা কোমরের নিচে গুলি লেগেছে। আরেকদিন শুধুমাত্র বুকে, উপরের অংশে বা গলায় গুলির ক্ষত নিয়ে রোগী আসত। আবার কোনো কোনো দিন শুধু মাথা ও ঘাড়ে গুলিবিদ্ধ রোগী আসত। তার মতে, এটি স্পষ্ট করে যে গুলি চালানো ব্যক্তি সেদিন সিদ্ধান্ত নিতেন মানুষকে পঙ্গু করবেন নাকি হত্যা করবেন।
তিনি আরও বলেন, গুলি চালানো বয়স নির্বিশেষে সবার ওপরই হয়েছে।
গাজায় মার্কিন সহায়তাপ্রাপ্ত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে সহিংসতা নিয়ে গত সপ্তাহে ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (MSF) জানায়, এসব কেন্দ্র এখন “পরিকল্পিত হত্যাযজ্ঞ ও মানবিক মর্যাদাহানির” স্থানে পরিণত হয়েছে। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক আইন ও যুদ্ধাপরাধের গুরুতর লঙ্ঘন।
মঙ্গলবার একদিনেই গাজায় অন্তত ১৯ জন সহায়তা প্রত্যাশী নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাসের শেষ দিকে GHF কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে অন্তত ১,৮৩৮ ফিলিস্তিনি নিহত এবং ১৩,৪০৯ জন আহত হয়েছেন। ইসরায়েল কিছু ক্ষেত্রে এই কেন্দ্রগুলোতে গুলি চালানোর কথা স্বীকার করলেও, বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।