অপরাধ
গাঁজাসহ হত্যা মামলার আসামি যুবদল নেতা বল্টু রাসেলকে গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২টি হত্যা ও ৫ মামলার পলাতক আসামি যুবদল নেতা বল্টু রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বল্টু রাসেল চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দর আলীর ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, শনিবার রাত ১২টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বল্টু রাসেলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধের রূপগঞ্জ থানায় ২টি হত্যা, ১টি অপহরণসহ ৫টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। কিছুদিন ধরে এসে এলাকায় মাদক বিক্রি করে আসছেন ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।