উটের দুধের ব্যবসা শুরু করবেন মিষ্টি জান্নাত - Porikroma News
Connect with us

বিনোদন

উটের দুধের ব্যবসা শুরু করবেন মিষ্টি জান্নাত

Published

on

মিষ্টি জান্নাত
বাংলাদেশে উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী। বললেন, আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা আমি বাংলাদেশে করতে যাচ্ছি।
শিগগিরই লঞ্চ করবো। আমি যেখানেই যাই সবাই বলেন উটের দুধের চা কেমন জিজ্ঞেস করে। এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি আমাকে আর হতে হবে না, কারণ তারা নিজেরাই এর স্বাদ কেমন জানতে পারবে।মিষ্টি জান্নাতকে মাঝেমধ্যেই আরব আমকিরাতের দুবাই শহরে দেখা যায়।

সামাজিক মাধ্যমে তিনি নিজেও জানান দেন। কালের কণ্ঠকে বলেছিলেন, সেখানে তিনি একটি ক্লিনিক খুলবেন। দাঁতের চিকিৎসার ক্লিনিক। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মিষ্টি জান্নাত কলকাতার সোহমের সঙ্গেও অভিনয় করেছিলেন। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন মিষ্টি জান্নাত।

সিদ্দিক প্রশ্নে মেজাজ হারালেন সাবেক স্ত্রী মারিয়া মিম

কাজের বাইরে মিষ্টি জান্নাত নানা কারণে আলোচনায় থাকলেও এবার জানালেন তার কাজ শিগগিরই আসছে।

মিষ্টি জান্নাত বলেন, সব হিরোর সঙ্গে অবশ্যই কাজ করা হবে। বিগ বাজেটের দুটি সিনেমা সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি। আমার সিনেমার যখন নিউজ হবে, প্রযোজককে বলেছি— যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।

তিনি বলেন, কারণ আমি যত সিনেমা সাইনিং করে দেশের বাইরে গেছি, এসে নায়িকা পরিবর্তন হয়ে গেছে। আমি থাকি সঙ্গে, আরেকজন নায়িকা থাকে। যে কোনোভাবে দেখা যায়, আমি যে সিনেমায় ছিলাম, এত বছর ধরে থাকি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় যে, ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়।

Share
Continue Reading
Click to comment
বাংলাদেশে উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী। বললেন, আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা আমি বাংলাদেশে করতে যাচ্ছি।
শিগগিরই লঞ্চ করবো। আমি যেখানেই যাই সবাই বলেন উটের দুধের চা কেমন জিজ্ঞেস করে। এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি আমাকে আর হতে হবে না, কারণ তারা নিজেরাই এর স্বাদ কেমন জানতে পারবে।মিষ্টি জান্নাতকে মাঝেমধ্যেই আরব আমকিরাতের দুবাই শহরে দেখা যায়।

সামাজিক মাধ্যমে তিনি নিজেও জানান দেন। কালের কণ্ঠকে বলেছিলেন, সেখানে তিনি একটি ক্লিনিক খুলবেন। দাঁতের চিকিৎসার ক্লিনিক। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মিষ্টি জান্নাত কলকাতার সোহমের সঙ্গেও অভিনয় করেছিলেন। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন মিষ্টি জান্নাত।

সিদ্দিক প্রশ্নে মেজাজ হারালেন সাবেক স্ত্রী মারিয়া মিম

কাজের বাইরে মিষ্টি জান্নাত নানা কারণে আলোচনায় থাকলেও এবার জানালেন তার কাজ শিগগিরই আসছে।

মিষ্টি জান্নাত বলেন, সব হিরোর সঙ্গে অবশ্যই কাজ করা হবে। বিগ বাজেটের দুটি সিনেমা সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি। আমার সিনেমার যখন নিউজ হবে, প্রযোজককে বলেছি— যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।

তিনি বলেন, কারণ আমি যত সিনেমা সাইনিং করে দেশের বাইরে গেছি, এসে নায়িকা পরিবর্তন হয়ে গেছে। আমি থাকি সঙ্গে, আরেকজন নায়িকা থাকে। যে কোনোভাবে দেখা যায়, আমি যে সিনেমায় ছিলাম, এত বছর ধরে থাকি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় যে, ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়।

Share